আমার ঘুম কাতুরে দুটি চোখ;
আমি আর ঝলমলে আলো চাই না,
আমায় এনে দাও পৃথিবীর সমস্ত অন্ধকার!
আমার ঘুম চাই, দীর্ঘ ঘুম;
এমন ঘুম, যে ঘুম অনায়াসে লক্ষ কোটি শতাব্দী পার করে দিবে পৃথিবীর বয়স।
অবশেষে ইস্রাফিলের সিঙার ফুঁকে ঘুম ভেঙে দেখবো-
পৃথিবীর কেউ নেই আর ঘুমিয়ে;
এমন একটা দীর্ঘ ঘুম আজকাল আমার বিশেষ প্রয়োজন।