সবাই যখন দিচ্ছে অল্প অল্প
তুমি না হয় দিলে একটু বেশি,
দুঃখ কিংবা সুখ যেটাই হোক
হিংসাত্মকময় রাগ রেষারেষি
তুমি না হয় দিলেই একটু বেশি।
তাতে এমন কী এসে যায় ?
একটু বেশি দিলে মধুর হাসি
একটু বেশি বললে ভালোবাসি।
বলছি না সব উজার করে দিতে
কষ্টগুলোর ভাগটা বেশি নিতে,
যেটুক দেবার সেটুক তুমি দিও
একটু বেশি ভেবো আমায় প্রিয়,
খুব বেশি নয় একটু বেশি বেশি
তোমার দেখা দিও কালো কেশী,
প্রতিটা দিন খোঁজটা একটু নিও
যা পারো তা বেশি বেশিই দিও।
দিও তোমার নির্জনতার ভাগ
চোখ রাঙানি তোমার সকল রাগ,
একটু বেশি বেশি করেই শাসন
তোমার মনে পেতে দিও আসন,
একটু বেশি করে জীবন যাপন
একটু বেশি ভেবে নিও আপন,
সবাই যখন অল্প কিছুই ভাবে
তুমি তখন বেশিই ভেবে যাবে।