ইদানিং লক্ষ্য করে দেখছি
আমি ভেতরে ভেতরে পাথর হয়ে যাচ্ছি
তীব্র যন্ত্রনা শোক কিংবা বিরহে নয়
নয় কোনো অভিমান অভিসারে!
জলের মতো আস্ত একটা হৃদয়
কী করে পাথরে পরিণত হয়?
কী করে থেমে যায় সব কোলাহল?
প্রশ্ন করো ওই মরা নদীটিকে -
যদি উত্তর পাও তবে এসো, আঘাত করো
ভেঙে ফেলো এ পাথুরে হৃদয়।
নদীর মতো শীতল একটা শরীর
কী করে হয় ধূ ধূ মরীচিকা?
যদি জানতে চাও তবে ছুটে যাও
জিজ্ঞেস করো মরুভূমির পথিকের কাছে
কিভাবে হতাশায় আশারাও বাঁচে?
অথবা জিজ্ঞেস করো সন্ধ্যায় নীড়ে ফেরা
নীড় ভাঙা ওই পাখিটির কাছে,
যদি উত্তর পাও তবে জেনে যাবে
কী করে জলের মতো কোমল হৃদয়
পাহাড়ের মতো পাথরে পরিণত হয়।