বিনা দোষে ঠ্যাং ভাঙিল, ছুঁড়ল মুগুর পায়ে
কলঙ্ক মাখায়া দিলো আমার ধবল গায়ে
সুখের ঘরে দুখের আগুন, ছড়লো ডাইনে বাঁয়ে
খবর শুইনা ছুইটা আইলো আমার বড় ভায়ে
হাসল সকল পাড়াপড়শি, কাঁদল শুধু মায়ে!

মায়ের মতন এত আপন জগতে কেউ নাই
মায়ের কোলে স্বর্গ সুখের শান্তি খুঁজে পাই,
মায়ের পরে আপন যেজন, সেজন বড় ভাই
বোনের পোড়া শাড়ির আঁচল অশ্রুতে নিভায়
বাবার মতো ভাইয়ের কাঁধে সবার সব দায়।

একে একে সবাই আপন নিজ পরিবার জন
পাড়া পড়শী দুধের মাছি ঘোরে ভন আর ভন
আত্মীয়রা নামেই শুধু, নাই রে আত্মায় টান
বন্ধু বান্ধব পরিচিত দেখলাম যাচাই করে
নিজে বাঁচার লাইগা সবাই লড়াই কইরা মরে।