আমি তোদের রাজা
না মানিস তো -
দেবো তোদের সাজা
ভেঙে দেবো মাজা।
দেখবো পরে -
কেমন করে দাঁড়াস
হুকুম ছাড়া -
পা দু'খানা বাড়াস।
তোরা সবাই প্রজা
তোদের কাজ নয়
রাজার দোষ খোঁজা!
তোরা শুধু -
হুকুম মেনে চলবি
গুণের কথা বলবি।
হয় যদি তার উল্টা
উপড়ে দেবো মূলটা
বুঝবি তখন -
কোথায় ছিলো ভূলটা।