আজ আমার আনন্দ-বেদনার দিন
কুড়িয়েছি আনন্দ দু'হাতে ক্ষণেক
পেয়েছি বেদনা তার অধিক অনেক
হৃদয় মেপে দেখি বেদনা সীমাহীন।

আশার দুয়ার খুলে পুড়েছে যে ঘর
ঘরে আলো পড়ে আছে স্বপ্ন নিথর
হাতে লেগে আছে নব মিষ্টি সুঘ্রাণ
ফোটার আগে ঝরে গেছে কচি প্রাণ।

মায়ার পরশ মাখা আলো চাঁদ মুখে
দিয়েছে যে আনন্দ ও বেদনা বুকে
কোনদিন শোধ হবে না তার ঋণ!
সে আমার আনন্দ ও বেদনার দিন।