ঘরের পিছে খড়ের মাচার নিচে
একটা কুকুর আটটা ছানা দিছে
দৌড়ে বেড়ায় সারাটা দিন তারা
রাতের বেলা পাহারা দেয় পাড়া।
আর কী করে ছানাগুলো?
করে ঘেউ! ঘেউ!
কে দেখেছে? কে দেখেছে?
দেখেছে কী কেউ?
দেখেছে তো বটে
তাছাড়া কী রটে?
বলছি পরে কে দেখেছে
ছানাগুলোর লেজ বেঁকেছে
দেখতে মোটা নাদুসনুদুস,
সারাটা এদিক-সেদিক ঘোরে
ক্ষুধার জ্বালায় উঁকি মারে দোরে!
তাদের দিকে মারলে ছুড়ে খাবার
মানবে মনিব তোমায় হাজারবার,
এক হাজার নয় কোটি বছর
বাঁচবে যতদিন,
রাখবে মনে তোমার দেওয়া
একটা হাড়ের ঋণ।