ছোট্ট বেলায় বৃষ্টি এলে
ছুটতাম আমি মাঠে
খাবার সময় বাবা আমায়
বকত অকপটে।
বৃষ্টি এলে লুডুর আড্ডা
জমে হতো খীর
তাই দেখিতে বাড়ীর লোকে
বাধাইতো যে ভীড়।
বৃষ্টি এলে মজার খেলায়
উঠতাম আমি মেতে
পলান টুকের নেশায় আমি
যেতাম নাযে খেতে।
বৃষ্টি এলে অলাদা দাদি কালা দাদির
জমতো আসর বেশ
দু’চারদিনেও যেত নাযে
এই আনন্দের রেশ।
বৃষ্টি এলে কখনোবা
হতাম আমি ভীত
হুংকার দিয়ে মেঘ মামা
গর্জন যখন দিত।
কেউবা ধরে ভাটিয়ালী
কেউবা আবার গীতি
বৃষ্টি এলে মনে পড়ে
মিষ্টি কিছু স্মৃতি।
রচনাকাল ঃ ০৪/০৬/২০১৮