নাকের ডগায় বসে
খাচ্ছে ওরা চ'সে
ঈর্ষা-ইপ্সা নিয়ে
কুন্ঠিত বিত্ত-বৈভব যশে।
সব্যসাচী সাজ সেজে
খাচ্ছে ভেজেঁ ভোঁজে
তৈলের কড়া বাজার
মত্ত-ক্ষমতা বাটোয়ারার খোঁজে।
তয়খানায় বসে-রসে
মাতিছে তারা নাশে
নির্বন্ধ সৃষ্টি সুধা
কুশিক্ষিত রহিয়াছে যে পাশে!
পরাহত হয় শিক্ষা
পয়জার করে ঈক্ষা
শিক্ষক-ছাত্র-নেতা
কবে নিবি তোরা-দিক্ষা!