মাঝে মাঝে দেখা মেলে,
তার'ই সাথে।
পথে পথে ঘাটে মাঠে,
একা'ই সে হাঁটে।
এলোমেলো জটলা চুলে,
রঙ্গিণ জামা গাঁয়ে।
খালি পায়ে রুপার ঝুমুর,
রেশমি চুড়ি হাতে।
মাঝে মাঝে নদীর ধারে,
একা বসে থাকে।
শীতল হাওয়া পড়ান জুড়াই,
দৃষ্টি নিলো কেড়ে।
মলিন মুখে হাঁসি ফোটে,
রাজকুমারি মেয়ে।
রঙ্গিণ মাখা জীবন তরী,
দেশ বিদেশে ঘুড়ে।