হুনুইন হুনুইন দেশবাসি,
হুনুইন দিয়া মন।
কিশোরগঞ্জের ইমু মিয়া,
করেছে কির্তন!
ও ভাই করেছে কির্তন..
হাওর, বাওর, অঞ্চল গুলো,
ইটনা, মিঠাইমন।
আরু আছে কত গ্রাম
কে করিবে, প্রবর্তন।
এই জেলাতে জ্ঞানীগণি
আছে কত জন
বলতে বলতে লাইত পোহাইবো,
শেষ হবে না, কপোকথন
ও ভাই শেষ হবে না, কপোকথন...
কিচ্ছা, কির্তন,জারী, সারি
আছে পুঁথি গান
পালা, টপ্পা,ধাঁ ধাঁ আছে
নৌকা বাইচেরর গান
ও ভাই নৌকা বাইচের গান..
ভৈরব, নিকলি, বাজিতপুরে'র,
কত গুণগান!
রাষ্ট্রপ্রতির মুখের ভাষা,
বোঝাই তার সম্মান!
ও ভাই বোঝাই তার সম্মান...
এই জেলাতে প্রথম কবি
জন্মমে ছিলো বলে
রসের রসের কথার চলে
ধর্মমতও চলে
ও ভাই ধর্ম মতও চলে।।
(পাঠক, Imran Imu তোমার জন্য লেখলাম.. তবে কিছুটা পুঁথি গানের মত লেখা)