আজ ঘরবন্ধী বলে দেখবো না তর আলো,
কাল তর সন্ধি হবো এখন মোরে ছাড়ো?
স্বপ্ন আমার পূর্ণ হবে ছুটে যাবো তোর তরে,
রাখবে তখন রঙ্গিণ মনে হৃদয়ে অলিন্দনে।
জীর্ণদেহ ছিন্ন করে আসবো আবার পিরে
মিশে যাবো স্মৃতির ছাঁয়াই কাব্য বেড়াজালে
দেখবো আবার এই পৃথিবী বাংঙ্গালীর পটভূমি
পদ্মা মেঘনা যমুনা সুরমা আর কর্ণফুলি।
পালতুলে চলে তরি কোথাই যাই মাঝি?
দু'ধারে ঢেউগুলো বল সরাসরি।
কলসী কাঁখে আনতে যাই গাঙ্গে থেকে জল
ফুঁটে উটে বাংলার রুপ-কথার কথন।
সবুজ-শ্যামলে ঘেরা আমাদের ছোট দেশ
পাখির কলকলে লাগে বড় বেশ।
সৌনালী ধানের ক্ষেত ফসলের ঐ বান
শীতের বাতাসে উড়ে সরিষা ফুলের ঘ্রাণ।
আকাশে বাতাসে