প্রিয় থেকে অপ্রিয় হলেই, মন থেকে মুছা যায় না;
সত্যি - মিথ্যার দূরত্বে জীবন স্মিত হয় না।
জীবনের ভুলে, ভুল মানুষটির সঙ্গে মুহূর্তগুলো
এক জীবনে হারিয়ে যায় না।।
-
হৃদয় ব্যাথিত হয়, অনুসচূনা জাগে মনে,
প্রশ্ন করে বারে বার, বঞ্চিত হৃদয়ে,
হতভাগ্য মানুষদের কপালে ভাঁজ পরে,
হায় হায় করে কেটে যায় বহু বছর, বহু যুগ,
তবুও কষ্ট নামের স্মৃতি বইয়ে বেড়াতে হয়,
সকল সন্ধ্যা রাত- দিন যুগ থেকে যুগান্তর।
-
বহিঃ প্রকাশ ঘটেনা আত্মা মরে যায়,
শরীর পচে গন্ধ ছাড়ায়,
ঋণ শোধ হয় না - অভাগাদের জীবনে।
-
পৃথিবী রঙ মঞ্চ অভিনয় ও অভিযোগ
স্বার্থপরদের লজ্জা বোধ,
ছলনা- উৎকৃষ্ট মানের বাসনা পূর্ণ হোক
আত্মারা কষ্টে দুমড়ে মুচড়ে পৃষ্ঠ হোক,
তবুও কিছুই যায় আসে না।