দুপুরের নির্মলতা উষ্ণ বায়ু তেপান্তরে পদ্ম ও ভ্রমর খেলা করে,
ডাহুক ছানার লম্ফ জম্ফ পদ্ম ফুল গুলো অগোছালো হয়ে যাচ্ছে,
-তা দেখতে তোমাকে আমন্ত্রণ করছি গত দেড়-যুগ ধরে।
তুমি নিজ হাতে বিলের ঝিলে পুকুর ডোবায় রোপণ করেছিলে পদ্ম গুলো
আর এসে একটি বার দেখে গেলে না পবিত্রময় পদ্ম গুলো,
তোমাকে ডাকে? তোমাকে কাছে পেতে চাই, তোমার ছোঁয়া
না পেলে, আমি সহ পদ্ম গুলো মরেই যাবে,
তুমি এসো, তোমাকে আসতেই হবে,
একটি ডিঙ্গি নৌকা আর বৈঠা রেখেছি লুকিয়ে,
দুষ্টর দল খুঁজে পাবে নাগো?
তুমি আসলে দু’জনে মিলে-
পদ্ম তুলবো তোমার খোঁপায় গুঁজে দিবো, তুমি আর দুঃখ পাবে নাগো।
মধ্য দুপুরে শালিক গুলো পদ্মের উপর বসে,
যেন ওদের যন্ত্রণায় ভুলে যাই! তোমার ছোট্ট ছোট্ট আবদার, অভিমান
তোমার দেড় যুগ লেগে যাচ্ছে- পদ্ম গুলো নেতিয়ে যাবে তো।
তুমি এসো পদ্ম হয়ে, ফিরে-এসো লাল পদ্ম কিংবা নীল পদ্ম হয়ে,
পড়ন্ত বিকেলে মৃদহাওয়ায় দু’টি হৃদয় দোল খাই! আমরা পদ্ম বিলে,
সে শৈশব-কৈশোর থেকে,
কখনো ডাঙ্গায়, কখনো পদ্ম বিলে কৌশিকী অমাবস্যা বা পূর্ণিমা নিশা চরে,
আর একটি বার ফিরে এসো না হয় শ্বেত পদ্ম হয়ে ।
আর একটি বার ফিরে এসো ভরা যৌবনে না হয়
জীবনের পড়ন্ত বেলায় পদ্ম লক্ষ্মী হয়ে।