শরৎের শুভ্র কাশফুল শুভ্রতা ছড়িয়ে গেলো হৃদয়ে
যেন কাশফুলের মুগ্ধতার আভা ছড়িয়ে যায় জীবন জুরে
কাশফুলের নরম ছোঁয়া ,
যেন প্রকৃতির মায়াবী সাদা সাদা স্নিগ্ধ শুভ্রতা।
নদীর তীরে পলি মাটিতে কত সমীরণ
তোমাকে দোল দিচ্ছে আমার হাতের স্পর্শে
তুমি শিহরণ জাগাও মনে।
প্রাণে বাজে বাঁশি আনন্দে ভব ঘুর জীবন-
নবীন-প্রবীণ এঁকে সাথে বাধা শঙ্কা মুক্ত-স্বাধীন
পদ্মার পাড়ে ঠিক সন্ধ্যা নামার মুখে।
বায়ু দুলে শীতল আবরণে পূর্ণিমার চাঁদ উঠে
হাজার রাত কাটিয়ে দিতে একটুও আপত্তি নেই কারো,
শুধু প্রত্যাশা! শুভ্রতা ছড়িয়ে যাক সাদা মনে।
স্রষ্টার কি অপার সৃষ্টি,
শরৎের শুভ্র কাশফুল
শিহরণ জাগায় মনে-প্রাণে।