নিস্তব্ধ শহরের বুকে জেগে নেই কেউ,
নিঃশব্দে দু’টি হাত জানালার পাশে- ভয়ে নির্ভয়ে!
কুকুর গুলোর মিষ্টি প্রেমের ঝগড়া
কাটছে বেশ মন্দ নহে।
-
বাতায়নে শীতল বায়ু মুগ্ধময় চাঁদনী রাত
সিক্ত ক্ষতবিক্ষত করে পেরা দেয় নিজ গৃহে
এই শহরের বুকে,তবুও শান্তি হোক আনন্দ হোক।
-
মেঘের আড়ালে চাঁদ হাসে তারা মিটিমিটি
গল্পের ফাকে চায়ের আড্ডা কত মেরেছি,
মনের আগুনে ফাগুনের রাতে! বেলি ফুল হাতে
মুচকি হেসেছি, ‘‘শ্রেয়সী’’-
-
ঘুম আসে না একলা লাগে খুব, আমার খুব বাহাদুরি,
মনে স্বপ্ন সাহসী, মানুষের ভালোবাসা, পেলে মানুষ হয় জয়ী,
সত্য -মিথ্যার ধার ধারি না! মানব প্রেম করি।
সঙ্গ গোপনে প্রেমের সৃষ্টি, স্থানান্তর ঘটে পথের বাঁকেই।
-
রাতের আধারে হারিয়ে যাচ্ছি, হঠাৎ শব্দ – এরোপ্লেন
আকাশে  নিঃশব্দে- পাখিদের সুর মিষ্টি মধুর
মুক্ত বাতাসে আসছে ভেসে!
মুয়াজ্জিনের আযান।
ক্লান্তি শেষে ঘুমের দেশ শুভে-সাদিক হলো,
নতুন প্রভাতের দারে স্মৃতি রয়ে গেলো।
শুধু সৃতি রয়ে গেলো।