কৃষকের মাটি, শিক্ষকের কলম,
তাঁদের ঘামে গড়ে ওঠে একুল-ওকূল।
তবু কেন আজ এ দ্বন্দ্বের মঞ্চে,
শাসক আর শিক্ষক মুখোমুখি শহর হতে গ্রামগঞ্জে?
শিক্ষার যে আলো, জাতির প্রদীপ,
তবু কেন সেই আলোতে এত সংকট ?
শ্রেণি কক্ষে শিখায় যে ন্যায়ের স্বরলিপি,
তাঁর কণ্ঠে কেন আজ প্রতিবাদের ধ্বনি?

চাকরি নয়, তাঁরা চায় সম্মান,
বাঁচার অধিকার আর ন্যায্য মূল্য।
তবু শাসকের চোখে যেন এক বিভ্রম,
শিক্ষার মূল্য আজ হিসাবের জাল।
তুমি শাসক, জাতির কর্ণধার,
তুমি শিক্ষক, সমাজের রূপকার।
এই দ্বন্দ্বে হারায় কেবল একটাই দল,
নতুন প্রজন্ম,
যাদের ভবিষ্যৎ ধুলোমাঘা অন্দাকার।
তাই এসো,
হাতে হাত রাখি একসাথে, পথচলি
দুঃখের গ্লানি দূর করি, আজই
জাতির পথে,
শিক্ষার আলোয় সারা দেশ ঝলমল,
এই হোক লক্ষ্য, শাসক-শিক্ষক হোক ঐকতাবদ্ধ।
নতুন প্রজন্ম হোক উজ্জ্বল,
প্রভাতে উঠুক রবি-আলো!