যাহার জন্য শিউলি মালা গেঁথেছি প্রভাত বেলা।
সে মালা শুকিয়ে গেলো দিয়ে গেল জ্বালা ।
প্রহর শেষে রাত্রি গুনে,
কুড়াই শিউলি ফুল।
জানিনা কখন শুকিয়ে গেল কি ছিল যে ভুল
তাহারে ডাকিয়া আমি বলছি কত শত মিনতি করে,
অভয়ের চেতনায় দিয়েছে শুধু লাঞ্ছনা বুকটা ভরে,
গড়ালে দুয়ার প্রান্তে সকল মালা পূজার ডালায় পারেনি তাহারে মানতে
ভেঙ্গে গেছে ডাল পালা ।
আমি শুধু বলেছি তাহারে এলে যে বড় অবেলা।