পৃথক হয়ে যাচ্ছি-
যদি জিজ্ঞেস করো কোনো উত্তর নেই?
সূর্য যেমন করে, পৃথক হয়ে যায় পরন্তবেলায়,
আঁধারে হারিয়ে যায় দিনের আলো,
শীত পৃথক হয়ে যায় ফাগুনের আগুনে,
পত্ররা ডাল ছেঁড়ে দেয় চৈত্রের আঁচে,
এই আমি! পৃথক হয়ে যাচ্ছি পৃথিবী থেকে,
প্রক্সিমা সেন্টোরিতে চলে যাচ্ছি রোজ।
পৃথক হয়ে যাচ্ছি –
মানুষের ছায়া - মায়া থেকে,
ভালোবাসা ও উষ্ণ প্রেমের ছোঁয়া থেকে,
হারিয়ে যাচ্ছি, পৃথক হয়ে যাচ্ছি-
পাহাড়, অরণ্য, নদী- সমুদ্র, শিশির বিন্দু থেকে
পৃথক হয়ে যাচ্ছি রোজ বড় হচ্ছি আমি ছোট্ট থেকে,
হারিয়ে যাচ্ছে বয়স, শৈশব ও কৈশোর।
পৃথক হয়ে যাচ্ছি –
আমার চুল, কিছু ভুল, কষ্ট ও হতাশা-
কাছের মানুষের অবহেলা,
দূরের মানুষের চোঁখের মায়া,
অবুঝ প্রাণীদের কান্না,
শিশুদের ডর হীন চাহনি,
অভাগিনীর রাতের সঙ্গি, থেকে –
পৃথক হয়ে যাচ্ছি।
পৃথক হয়ে যাচ্ছি–
নিঘুমরাত, ডর হীন হাত, দৃষ্টিহীন ভাষা,
ঝড়ো বৃষ্টি, আঁধার রাতের পাপের অনাসৃষ্টি,
খুব গোপনে খুন, ভয়-ভীতি ও
স্বার্থপরতা থেকে।
“পৃথক হয়ে যাচ্ছি- আমি!”