আমি তোমার শৈশবের অতৃপ্ত স্মৃতি
রোজ তোমার পিছু আমি, ছুটি,
রাস্তার মোড়ে পথের বাঁকে বাঁকে,
তুমি স্কুল-কলেজের ফাঁকে,
আমার দিকে তাকিয়ে ছিলে।’’
-
তোমাকে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট
বারংবার আঘাতে হত্যা করছি রোজ,
তবুও তোমার মন না পাওয়া আমি।
-
বসন্তের পাতা ঝরা দিনে-বৃষ্টি বাদলে
পাখিদের ডানায় ভর করে,
উড়েছি বিকেলে মেঘ থেকে বজ্র হয়ে,
তুমি যখন টিউশন থেকে!
মেঠো পথ ধরে আসতে,
লুকিয়ে থাকতাম গাছের পাশে, চুপটি মেরে।
উন্মাতাল আমি! ‘তোমার’ পিছু ছাড়িনি তবুও?
-
তোমাকে চেয়েছিলাম?
চেষ্টা করেছি কাছে পাবার,
শত সাহসের অভাবের কারণে
সম্ভবত পৃথিবীর বুকে-তোমাকে হারিয়েছি।
আমি ছুটি নিয়ে "পালিয়েছি" বেশ,
শৈশবের অতৃপ্ত স্মৃতি রয়েছে,
রয়েছে তাঁর অস্তিত্ব!
-
কষ্টের চাদরে মোড়ানো টুকরো টুকরো হৃদয়
অশ্রুবারিচয় গভীরতা পরিত্যক্ত আমি!
নষ্টালজিক প্রেমের মৃত্যু হয়েছে বিলুপ্ত পথে ধারে।
-
হাল ছাড়িনি কষ্টে দুমড়ে মুচড়ে কেটে গেছে সময়,
অতিতপ্ত হৃদয় তোমাকে,
বহুকাল পরে জ্বালিয়ে নিশ্চিহ্ন
করতে ফিরে এসেছি বার বার।
-
এতো এতো অস্থির অসহ্য-যন্ত্রণা, মালিন্য সহে!
নিমেষে করেছি ধ্বংস বিশেষ অংশ প্রেমের,
তোমার মনের, তোমার হৃদয়ের, তোমার স্পর্শ "পাইনি" আমি!
গভীরতা অনেক পরিত্যক্ত হৃদয়ের ক্ষত,
ছাড়িয়ে পৃথিবীর মায়া-
‘‘তারাদের দেশে চলে যাবো শেষে,’’!
‘তোমাকে পাবো?
সঙ্গোপনে নিজের করে একাকীত্ব ঘুচবে জীবনের।
বিশ্বাস করো! আজ সেই দিন ফুলের বাগানে,
দু’টি হাত ধরে চলছি ‘পথ আমরা অমলিন’,!
তুমি আমাতে মিশে সুখ-দুঃখের সঙ্গী হয়ে,
-রইয়েছো বেশ মন্দ-নহে!
‘মোর নিষ্পাপ প্রেমে।।