“বুকের ঠিক মধ্যে চিন চিন ব্যথা, হাহাকার খুব যন্ত্রণা”
হারিয়ে ফেলার দাহণে চরম আর্তনাদ চারিদিকে,
মৃত প্রেমীকা ফিরবে না আর ডুমুরের ফুল হাতে?
গাইবে না আর জীবনের গান।
কবরের পাঁশে আমি দাঁড়িয়ে চিৎকার করছি
ফিরে আয় আমার শূণ্যবুকে, মিছে সব
মিছে সব মায়া! হৃদয়ের কায়া, তাকে ঘিরেই আজ হাহাকার
ধরণীর বুকে সবাই স্বার্থপর!
অন্ধকারে ভাসে মৃতের লাশ! মৃত প্রেম
মৃত প্রেমীকার, মৃত প্রেমীকার।
প্রতি মুহূর্তে পাদচারণা! দুর্বার উপরে শিশির বিন্দু
পাতা ঝাড়া দিনে তোমার প্রিয় কৃষ্ণচূড়া হাতে,
দাঁড়িয়ে থাকি রোজ!
ডাকি অধীর হয়ে, কান্না পায় খুব!
চিৎকার করে কাঁদিতে চাহি? করতে পারি না চিৎকার!
চোখের কোণে জল গেছে শুকিয়ে, হৃদয়ের আর্তনাদে!
চলে যাওয়া মানুষটিকে ঘিরে; মৃতের বিপরীতে।
বিষাদী যন্ত্রণা কিংবা, চোখের কোনে জল,
মূল্য দেয়নি কেউ? যদি তুমি জানতে, মৃত প্রেম
বারবার ফিরে ফিরে আসতে, জীবন সন্ধিক্ষণে।
আমি চলে আসি? তখন দু-জনেই মৃত
মানুষ ইয়ে রইবো স্বার্থপর ধরণীর বুকে।
কখনো চিল কখনো গোলাপ ফুলে
কখনো সফলতার প্রেমে!!