প্রেম হলো মোহ, মোহ থেকে আবেগের সৃষ্টি,
স্নেহ , অনুরাগ, ভক্তি মিশ্রিত ভাব বিশেষ, অনুভূতি
বা অন্য ব্যক্তির প্রতি তীব্র আকর্ষণ হচ্ছে প্রেম,
অনুরাগের ছোঁয়া, অনুরোধ, শ্রাদ্ধাবোধ থেকেই প্রেমের সৃষ্টি।

প্রেম নির্মল ও পরিশুদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ দু’টি হৃদয়ের বন্ধনে আবদ্ধ,
যুগ থেকে যুগান্তর, প্রেমের জন্য জাত-ধর্ম প্রতিপত্তি-আভিজাত্য,
অহংকার এবং বৈশম্যকে বির্জন - পরিত্যক্ত করছে,
মানব দেহে কাম থেকেই প্রেমের আস্ফালন আত্মপ্রকাশ ঘটে,
কাম ছাড়া প্রেম কচু পাতায় জলের মতো গড়াগড়ি করে,
-তাই কাম ছাড়া প্রেম যথাতথা আগমনী ঘটে না।

প্রেম দ’টি বিপরীত মুখী দেহের সাথে আত্মার একত্রা প্রকাশ
নির্মলতাকে সঙ্গে নিয়ে হৃদয় থেকে মস্তিষ্কের তরঙ্গ অবধি
প্রেম, প্রেমিক-প্রেমিকার হিতাহিত জ্ঞান শূন্যতা থেকে
বেপরোয়া, নির্জনতা, ঘুমহীন রাজ্যের রাজায় পরিণত করে।

প্রেমময় দাম্পত্য জীবন নানা রকম বৈচিত্র্যময়, দু’টি হাত ধরে,
সুমস্ত পৃথিবী ঘুরেও তৃপ্তি পায় না দেহ, শান্তি মিটে না মনের
সঙ্গে রঙে ঢংয়ে , বাদাম, আইসক্রিম বা ফুচকায়,
প্রেমের জন্য হাজার বছর বড়শি বাইতে বাইতে বা,
প্রেমের জন্য তাজমহল তৈরি হয়েছে ধরণীর বুকে।
প্রেম পূর্ণতা পেলেই,
মোহ কেটে যায়, প্রেম নিঃশেষ হয়ে যায় কিন্ত
থেকে যায় ভালোবাসা ও মায়া ।
মায়া ও ভালোবাসা দু’টি হৃদয়, প্রাণ বিসর্জন দিয়ে,
সংসার শুরু করে, শুরু হয় নতুন অধ্যায়।
তার নাম মায়ার সংসার।