৭ই ফাল্গুন বসন্তের পাতা ঝরা দিনে ফাগুনের আগুনে,
পাখ-পাখালির গুনগুন গানের সুরে
ডালে ডালে পাতায় পাতায় রং-বেরঙের ফুল
হারিয়ে যাওয়া স্মৃতির জন্য একটি হারানো বিজ্ঞপ্তি।
সমস্ত সত্য গুলো-মিথ্যা দিয়ে ঢেকে
অন্ততপক্ষে অনিশ্চয়তা অনুভূতি কে?
সাময়িক রক্ষা পেতে পারো দন্ডিত কারাগারে।
বন্দি কে অনাহারে রাখতে পারো অল্পস্বল্প সময়,
আজীবন কেউ কারো নয়।
একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছি রোজ,
প্রেমের দু-দণ্ড শান্তির লাগিয়া! প্রাণ উৎকণ্ঠা আবছা আলোয়
শীতল ছায়া লাগে গাঁয়ে, সন্ধ্যার বর্ণিল আলোকসজ্জা !
বাহারি ফুল পাখিদের গানের সুরে
কে যেন অধির হয়ে ডাকে।
একটি হারানো বিজ্ঞপ্তি! একটি হারানো বিজ্ঞপ্তি!
ঝিঁঝিঁপোকার ডাকে হারিয়ে যাচ্ছি রোজ,
হিমকহিলের পরশ পেয়ে হিজলের বনে শীতল আবরণে,
ডাহুকের সুরের তানে বট বৃক্ষের শৃঙ্খলে-
হারিয়ে যাচ্ছে সময়ের গর্ভে চৈতন্যের নব উৎসবে।