কিং সাইজ ফিল্টারে টান মাইরা,
ভাবলাম তার সইলে আমার সইবে না ক্যান,
আমি কী তারে, একলা ভালো বাসছি,
সে কী ভালো বাসে নাই,
প্রেম কী একলা একলা হয়?
দু’ডা মন মিশপাড় না পারলে কী তারে পিরিতি কইয়?
আওলা ঝাওলা কথা কইয়া,
একেবারে ছাইড়া চইলা যাওন যায়,
কত দিনা-পাওনা থাকবার পারে-
মনে জন্য মন দিছি,
দেহের জন্য দেহ
বাজার থেইকা কিন্না দিছি,
লেজ ফিতা, রেশমি চুরি, আলতা, চকলেট,
লেমের বাতি নিভাইয়া, লেপের ভিতর,
কত করছি আদর, অনাদরে আজইক্কা ক্যান
রাখলি তুই, হাজের কালা আন্ধারে।

তোর বাজানের খাইছি দাবর,
তোর মাইর গাইল,
বেতের ঝোপের লুকাইছি কত,
পিঠ ভরা তার দাগ, বুকে শুধুই আর্তনাদ
ফেরায়ে দে, পাওনা, যত ভয় ডর।
নিজের ঘর ছাইড়া তোর ঘরে বাঁনলাম বাসা,
ছলনাময়ী সর্বনাশা,
আওলা ঝাওলা কথা কইয়া,
একেবারে ছাইড়া চইলা যাওন যায়?

কেমনডা লাগে এহন, পিরিতির জ্বালা!
মনের মধ্য কত বাহনা, কত ছট্ ফট্ যন্ত্রণা, মায়া - বেদনা,
কটুম পক্ষি স্বাক্ষি, ডাহে মায়ে খাইতে,
মনের কষ্ট, যাতনায় ভাত খাইতে পারি না,
পানি খাইয়া বাইচ্ছা রইছি, তুই আইয়া দেখলি না?
আসিস তুই, দেখিস লাস, করিস দাফন,
একাবারে সৃর্যডুবে যাবে প্ররন্তবেলায়,
হাজের কালায়।
তখন আর ডাইকাও পাবি না,
জীবন থাকতে তো হয়লি না,
আওলা ঝাওলা কথা কইয়া,
একেবারে ছাইড়া চইলা যাওন যায় না?