তোমায় আমি দেখেছিলাম তপ্ত দুপুরে তৃপ্ত আকাঙ্ক্ষায়
পিচঢালা ঝকঝকে রাস্তায়, উত্তাপ ছড়াচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, শহর জুড়ে
আমার হৃদয় কষাঘাতে জর্জরিত,
সেদিন পলক পড়েনি পাখির শুধু তৃষ্ণার্ত মর্মাহত!
রঙিন প্রচ্ছদে ঢেকে গেছে সমস্ত সত্য গুলো মিথ্যের আবরণে।
তবুও!!
বৃষ্টি অপেক্ষায়, হৃদয় মুক্তির মশাল মিছিল করতে দেখেছি!
লক্ষ লক্ষ যুবকের একরাশ পদ্ম ফুলের হাঁসির আড়ালে
লুকিয়ে দেখেছি তাঁদের আত্ননাথ বকুলের তলায় বসে।
চিৎকার শুনেছি সূ-দুর সাগরের জলের
হার এত সহসাই মানিনি
বাঁচে তবে আশায়, দৈব অভিশাপে ই ফেঁসে গেছে সমস্ত যন্ত্রণা!
বিলাপে কেটে গেছে সেই দিনের উত্তাপ অমীমাংসিত অধ্যায়।
হারিয়ে যাওয়া সুর আর পাখিদের তৃষ্ণা
অনুর্বরতা লক্ষ্য প্রয়াস যোগাবে ডালের ফাঁকে
সূর্যের রশ্মির সঙ্গে যুক্ত হাওয়ায় উড়তে থাকা,
শত স্বপ্নের হাজারো যুবকের একরাশ পদ্ম লক্ষ্মী হয়ে
অজস্র স্মৃতির মুহূর্ত হয়ে তপ্ত দুপুরে তৃপ্তিদয়ে।