মহুয়ার মালা, গলে কে তুমি এলে?
নয়ন ভুলানো রূপে তুমি এলে,
শীতের শেষে মুহূর্তে নব জাগরেনের ডাঁকদিয়ে তুমি এলে।।।

কে তুমি?
তুমি কে? ফাল্গুনী হাওয়া? তুমি এলে,
পুষ্পমহুরী বনে ভ্রমরে গুন, গুন-
শিমুল পলাশ- জারুল,
তুমি যে, বিজয়ে কাঁশ ফুলে মুকুট পড়ে,
মহুয়া মালা গলে ধারন করে তুমি এলে ।
তুমি এলে তাই,
গাছেরা পত্র শূন্য হয়ে গেলো,
সবুজ পাতা গজিয়ে তারা যেন নবীন।
যৌবন পেয়ে আনন্দ আয়োজনে মেতে উঠে,
ডালে ডালে রং বেরঙের ফুল ফোটায়
ফুলের সুবাস ছড়িয়ে দেয় প্রকৃতি।

চোঁখে বাহারী দৃশ্য দেখে পাখ- পাখিলী
সুর মেলায় বসন্তের রজনীতে আকাশে তারা মেলে বসে,
বসন্তর চাঁদনী রাতে অপরূপ -দৃশ্য
ভালোবাসার শক্তি খুঁজে পায় মনের আনন্দে।
মানবী হৃদয়ে।