ভাগিনী আমার ভীষণ দুষ্ট করে জালাতন,
দুষ্টমিতে মেতে থাকি আমি ও সারাক্ষণ।
ভাগিনী আমার যাবে চলে বাপের বাড়িতে,
একা একা এখন কেমনে থাকমো আমি বাড়িতে।
ভাগিনী আমার খেলার সাথী খেলার সঙ্গী,
তাকে ছাড়ে পাই না আমি কোন শান্তি।
মামা মামা বলে আমায় ডাকতো সারাক্ষণ,
ভাগিনী আমার যাবে চলে কে ডাকবে এখন।
যেথায় যাও ফিরে এসো আবার আমার মাঝে,
তুমি ছাড়া এ জগতে আমার নাহি কোন বন্ধু যে।
ভাগিনী তুমি ছিলে মনে ছিল আশা,
তুমি এখন যাবে চলে নাহি কোন ভরসা।
একলা সময় করবো পার তুমার কথা ভেবে,
মনে যখন পড়বে তুমায় দেখবে সারাক্ষণ ভিডিও কলে