শৈশব আমার রঙিন ছিল বাল্যকালে তে,
সময় যখন কাটাতাম আমি খেলায় ধোলাই যে।
কেন আমি বড় হলাম নষ্ট সমাজে,
শান্তি কোথাও পাইনি এখন কোন খানে তে।
ছোট্ট ছিলাম ভালো ছিলাম, ছিলো না কোন হিংসা,
বড় হয়ে বাড়ছে মনে অংহকার ও নিদ্ররা।
শৈশব কালের সময় আমায় ডাকছে পিছু পিছু,
বতমানে সময় গুলো করছে আমায় নিঠুর।
শৈশব আমার কাটছে সময় খেলাধুলা করে,
বতমানে কাটাতে হয় কাজ কর্ম করে।
চায়না আমার ইয়ং জেনারেশন চাই মর্ডান সোসাইটি,
ফিরে পেতে চাই আমি অতীতের সবকিছু