তুমুল বেগে ঝর না ঝরঝর!
ধুয়ে দে বিষাদের উঠোনটা।
ধ্যাততরী
ধুয়ে দেনা!
দগদগে
ক্ষতটা!
তোর চরিত্র বলতে কিছুই নেই, নিজের
খেয়ালে কখনো রোদ,কখনো বৃষ্টি ঝরাস।
আরে বাবা!
দেখিস না
আমি শুকিয়ে
কাষ্ঠসম।
শ্রাবণী,তোর জলে ধুয়ে নেই আমার বসুধা,
বুকের বামপাশটাতে চিনচিন ব্যথা চলছে
চারদিকে ডাক্তার
চিকিৎসা নেই
জীবন প্রদীপ
প্রায় অবসানে।