রুখে দাঁড়ায় ওগো নারী ভয় এতো কিসের
নিজের স্বাধীনতা খোঁজ নেও নিষ্ঠুর এ-ই জগতে,
আড়ালে আড়ালে আর কতদিন থাকবে এভাবে
মাঠে নেমে আদায় করো নিজের স্বাধীনতা।
সবকিছু নারী কেন থাকবে পিছিয়ে
তাদের জন্য দিতে হবে নেয্যা আইন যে,
আদিম যোগে ছিল নারী বদ্ধঘরে বন্ধি
সেট এখন ভেঙে নারী করবে নতুন পুঁজি।
সবকিছুতে নারীর এখন থাকবে কিছু মান
অন্যয় ও অত্যাচারে করতে হবে প্রতিবাদ,
নারী তোমরা মায়ের জাতি গড়বো সোনার দেশ
নারীর জন্য দেখতে পেয়েছি সুন্দর মনের বেশ।
কিছু কিছু নারী আছে না-ই যে স্বাধীনতা
অন্যয় অবহেলা সহ্য করে কাটাইতেছে বেলা,
যখন হবে নারীরা প্রতিবাদী থাকবে না ভয়
ভয় কে তারা জয় করে গড়বেন নারীর স্বাধীনতা