রাগ অভিমান সবারি আছে
সহ্য হয় না নিজের মানুষের কথা,
সবারে সাথে ভালো ব্যবহার করে
আমার সাথে খারাপি আচার-আচরণ।
এ কেমন নিঠুর যোগী করছি বসবাস
আপন কে পর, পর কে করে আপন,
সাধ্যমত থাকলে খাতির হয় মহাব্বত
সাধ্য বাহিরে হয়ে যায় চুতমারানি।
উপকারে কাজে লাগে বিপদের সময়
বিপদ যখন পারি হয় সবি হয় ছাড়াছাড়ি,
উপকার ভুলে যেয়ে দেয় আয়খাওয়ালা বাঁশ
এই যদি হয় নিয়তির খেলা আমার সর্বনাশ।
তিলে তিলে সহ্য করলাম অনেক অত্যচার
আর আমি সহ্য করবো না নিরুপায় হয়ে,
অত্যচারের বিরুদ্ধে রুখে যদি দাঁড়াও