ও শরতী আছিস কেমন
বলনা রে তুই আমারে ?
তোর আকাশে রঙের খেলা
দেখতে লাগে আহারে!
তোর বুকেতে শিউলী কুড়াই
গাঁথি আমি মালারে-
দে না একটু ভোরের শিশির
আলতো প্রানের ছোঁয়ারে।
কাশবনে আজ হৃদয় হারাই
মনটা ভীষন সাদারে-
সুরনদী তে পাল তুলে যায়
মদন মাঝি মাল্লারে-
ধবল মেঘে আকাশ ভরা
পটে আঁকা ছবিরে,
ভাবের হাওয়া লাগিয়ে পালে
শরতী তুই এলিরে।