মন্ডল বাড়ি মন্ডল বাড়ি বন্যায় করছে ডোবা ডুবি,
চতুর পাশে বন্যার পানি আটকে আছে মন্ডল বাড়ি!
মানুষ সহ ঘরবাড়ি সবি গেছে পানির নিচে,
নেই কোন বাহির হওয়া রাস্তা ঘাট চলাচলের।
মন্ডল বাড়ির কষ্ট দেখে আফসোস করে পাশের এলাকাবাসি,
বন্যায় তাদের জীবন গড়া সবি হয়ে গেছে ছাড়াছাড়া!
বাপ দাদার জীবনে পাইলো না রাস্তা দেখা,
ও মন্ডল বাড়ি ও মন্ডল বাড়ি আর কতো দিন ডুব্বে বন্যায় পানি।
শিক্ষার হার চাকরির হার সবি গেছে নিচের লেভেলে,
দাম পাইনা কোন খানে মন্ডল বাড়ি গিয়ে!
ভবিষ্যৎ তে মন্ডল বাড়ি ঘরবো সোনার গ্রাম,
সবাই দেখে আফসোস করবে করছে কি কাম।
মন্ডল বাড়ি প্রকৃতি ছোঁয়া ভরে যায় মন,
রাস্তা দেখে কষ্ট নিয়ে বেঁচে আছে এজীবন!
মন্ডল বাড়ির জনগণ শান্ত স্বভাব লোক,
রাস্তা ঘাট না পেলেও থাকে নিশ্চুপ।
ঘরে ঘরে টাকা দিয়ে নিজেরা গড়ে রাস্তা,
মেম্বার চেয়ারম্যান দের বলে না রাস্তার কথা।