আজেবাজে মেম্বার চেয়ারম্যান থাকে আমাদের গায়ে,
কোনও কিছু উন্নতি করে নাই দেখি একি হায় রে।
কাছের এলাকায় থাকলে মেম্বার চেয়ারম্যান,
উন্নত হয় গ্রাম, সব শালারা ব্যয়মানি করছে নাহি তাদের কোন কাম।
ভুটের সময় আসলে তাদের করে আবদার,
মেম্বার চেয়ারম্যান পার করে দাও রাস্তা দিব ১০০ বার।
কোথায় পাবো রাস্তা ঘাট কোথায় পাবো কি,
বন্যার পানিতে ডুবে মরি নাই কোন শান্তি।
জবান তোদের ঠিক নেই যখন কথা কেন দেস,
মিথ্যা আশ্বাস দিয়ে কেন স্বপ্ন ভেঙে নেস।
বন্যার পানিতে ডুবতে ডুবতে হয়েছে অনেক ক্লান্ত,সব হারামি দেখা হয়েছে কোন হারামি বাকি নাই।
ভুটের সময় আসুক এবার বুঝিবি ঠেলা কি,
বাপ দাদার জীবনে মুখে নিবি না মেম্বার হওয়া কি
এতো কিছু নাম দেও সরকার করে এরা কি,
নিজের ভেবে বেচে খায় তাও দুর্নিথী।