মা আমায় দিছে অনুপ্রেরণা দিছে উপদেশ
মায়ের অনুপ্রেরণাতে এখন হয়েছি আমি বেশ।
মা বলতেন ছোট্ট কালে ভাল করে পড় বাবা
পড়াশোনা মাঝে খোঁজে পাবি শান্তির মেলা।
মায়ের কথা শুনে শুনে দিনকাল গেল ভালো
ইন্টারমেডিয়াতে এসে জীবন হয়ে গেল এলোমেলো।
বয়স এখন বাড়ছে আমার দিন দিন করে
মায়ের উপদেশ এখন যাচ্ছে অনেক দূরে।
কেন আমি বড় হলাম অতীত কে ফেলে
ভবিষ্যৎ আমায় কাঁদে বে নিশ্চয়ই যে।
মায়ের শাসন কালে জীবন ছিল আমার ভালো
বড়ো হওয়ার সাথে সাথে বাড়ছে মনের দূরত্ব।
ময়মনসিংহ জামাল পুর, ইসলাম পুর।।।।।।।।।।।।।