মায়ের অনেক বায়না ছিল
যাবে সাগায় বাড়ি,
সাগায় বাড়ি যাওয়ার সময়
কেউ দেয়না যেন আড়ি।

২দিন হলো চলে গেছে মা
সাগায় বাড়ি,
এখন একা একা এখন
আমি কেমনে থাকি বাড়ি।

ভালো লাগে না কিছু আমার
মা কে ছাড়া,
কখন যে আসবে ফিরে
আবার আমাদের বাড়ি।

ফোন দিলে বলে মা
খাওয়া দাওয়া হয় কি কোনো কষ্ট,
খাওয়া দাওয়া যেমন তেমন মা
বাড়িতে নাই তুমি।

তুমি ছাড়া কেমনে আমি সুখে থাকি
খাওয়া দাওয়া হয়েছে কষ্ট,
কেমনে প্রকাশ করি
অবুঝ মনে শান্তনা দিয়ে
তবুও বলি অনেক ভালো আছি।

আজকে মা আসবে বাড়ি
মনে পাবো সুখ,
২দিনের কষ্ট ভোলে যাবে
দেখে মায়ের মুখ।