মিছে মায়ার জালে কেন ফেলাইলে ফান্দে,
ভাবিনি কখনো এভাবে চলে যাবে।

কি দরকার ছিল তোমার ছলনা করে,
আগে তো বলতে পারতে খুলে সবি আমাকে।

এই দুনিয়ায় ধারধারে না ভালো মন্দের,
কেউ হাত বাড়িয়ে চলে যাবে এইতো নিয়তি।

নিরুপায় হয়ে সবি সইবো তোমার দেওয়া বৃথা,
কখনো কইরো না এমন অবহেলা অন্য কারো সাথে।

এই জগতে সইতে সবি পারেনা মুখ খুলতে,অবহেলা টুকু নিয়ে থাকবে আজীবন ধরে।

মিছে মায়া দেখায়ে কখনো ফিলিয়ো না প্রমে,
জানি তা অশ্রুজল যাবে ভাসিয়ে।

দিন কাটবে রাত জেগে কত সুতি নিয়ে,
মনে শুধু দুলা দিবে অতীতের সৃতি গুলো যে।

মায়া জিনিস অতি খারাপ জড়িয়ে না কারো সাথে,
ভেবে দেখ সে কি তোমার আজীবন কাছে রবে।