ফেসবুক এখন কবির জায়গা,
আছে এখানে অনেক লেখকের নাম।

       অন্যের লেখা চুরি করে নিজের অভিযান,
কষ্ট করে লিখে একজন নাম হয় আরেকজনের।

    এতো যদি পারো তুমি উপন্যাস কবিতা লিখতে,
তাহলে ভাই লিখো তুমি নিজের বুদ্ধি খাটিয়ে।

কেন অন্যের লিখা নিয়ে করো মাতামাতি,
                নিজের নামে লিখিয়ে হয়ে যাও কবি।

মাথা ঘাটাঘাটি করিয়ে লিখে এতো সুন্দর করে,
             তুমি সেখানে নাম বসিয়ে করো বিবরণ।

কপি করো ভালো কথা দেও লেখকের নাম,
        তোমার নাম দিয়ে কেন হও অপমান।