মধ্যেবিও ঘরে জন্ম আমার থাকিতে যে গ্রামে,
এহার চেয়ে শান্তির প্রকৃতি পাবেনা এই ভূবনে।
গ্রামীণ জীবন কত সুন্দর ভেবে হবে অবাক,
শহরে জীবন ঢুকে দেখ শান্তির অভাব।
গ্রামীণ জীবন মন কেড়ে নেই প্রকৃতির মাঝে,
শহর জীবনে পাবে না তুমি এমন দৃশ্য যে।
যারা সকালের ঘুম থেকে উঠে এলাম এর ধ্বনি শুনে,
তাৱা কি আর মোরগের ডাকে ঘুম ভাঙতে জানে?
থাকলে গ্রামীণ জীবন আসে অনেক শান্তি,
তাইতো সবার মনে চায় শহরে দূষিত জীবন থেকে মুক্তি।
গ্রামে আছে অনেক ঐতিহ্য খেলা,
তাহা কি শহরের ছেলেমেয়ে বুঝতে পারে তার অনুভূতি।
গ্রামীণ প্রকৃতি শান্তি আনে মানুষের মনে,
গ্রামীণ প্রকৃতির সুখ খোজে পাবে নাকো শহর জীবনে।