খালাতো ভাই হয়েছে বড়,হয়েছে তার বয়স,
বিয়ে এখন করাইতে হবে, নাহি করিস কোন বারণ।
ঘরবাড়ি সবি দেখি, দেখি বন্ধের সম্পদ,
পাএী দেখতে যেয়ে দেখি সবই হয়শেষ।
একটা মিলে তো আরেক টা মিলে না এইতো নিয়তি,
ভালো ঘরে গেলে বলে ছেলের চাকরি কি?
ছেলের চাকরি যেমন তেমন মেয়ে হাইফাই,
বড়লোকের ঘরে বিয়ে করতে গেলে মনে লাগে ভয়।
খালাতো ভাই খোঁজে আমার সুন্দর পাএী,
সুন্দর পাএী করতে গেলে,করতে হবে তার গোলামী।
ডিজিটাল দেশের মর্ডান মেয়ে শুনবে না স্বামীর কথা,
পায়ের ওপর পা তুলে খাবে এইতো তাদের প্রথা।
বিয়ে যদি করতে হয় করো,গরিব সংসারের মেয়ে দেখে,
তাহলে তোমারে সংসারে বাজবে না কোন ভেজাল যে।