বাজার থেকে সাবান নিয়ে ফিরছিলাম বাড়ি
শোন রে দোস্ত, দেখে যা মোর জিক্সার গাড়ি।
তিরস্কার সুরে ডেকে বন্ধু কয়
কি করলি জীবনে? ছিলি তো ফা্রস্ট বয়।
সাবান কেন হে? লাগবে হ্যান্ড স্যানিটাইজার
হাসছিস কেন? বলেছে মোর হেলথ এ্যাডভাইজার।
তোকে ছোট করা, নয় তো মোর ইনটেনশন
তবু শোন, করোনায় আমার কী প্রিপারেশন?
মুখে হবে না, বের কর ক্যালকুলেটর
পাঁচ সিলিন্ডার অক্সিজেন আর দুই ভেন্টিলেটর
জানিসই তো ছোট শ্যালক মোর অফিসার ডিবির
সে পাঠিয়েছে একশত খান রেমডেসিভির।
বড় ভায়রা, ভাইরোলজিস্ট, নাম যার তুহিন
সে পাঠিয়েছে , চার বক্স হাইড্রোক্সিক্লোরোকুইন।
আরো কী এনেছি, মনোযোগ দিয়ে শোন
মনোকাস্ট, অ্যাভিগান আর ডেক্সামেথাসোন।
বউ এর আমার আগে থেকেই আছে হালকা এ্যাজমা
তিন ডোনারকে বুকিং দিয়েছি, নিতে পুলড প্লাজমা।
প্রিয়তমা বউ আমার, ডন টু ডাক্স
পরে থাকে পিপিই, ফেস শিল্ড আর রেসপিরেটর মাস্ক।
যেদিন চলেছে ঘনপরিবহন আর খুলেছে শপিং মল
সেদিনই কিনেছি স্যাভলন আর দশ জারকিন লাইজল।
ছেলে মেয়ের লেখাপড়াতেও রাখিনি কোন গ্যাপ
প্রতিদিন ওরা পড়ছে প্রাইভেট, ইউজিং জুম এ্যাপ।
তাই তো আমি নিশ্চিতে রোডে থাকি বিজি
মনে কিছু করিস না দোস্ত, টেক ইট ইজি।
এই বার তোর প্রস্তুতি সংক্ষেপে আমায় ক
এক হালি লেবু, কিছু মধু আর কালোজিরা একশ।