চলছে করোনা আতংক আমাদের দেশে
শান্তি ভাবে কেমনে থাকি এখন গ্রাম শহরে।
ঘুম এসেছে দুটি চোখে ঘুম নাহে আসে,
আত্মাীয় সজনের কথা মনে আসলে ঘুম নাহি আর ধরে।
চলছে দেশে মহামারী নাকি কোন আত্মাীয় দেখা,
শুধু ফোনের কথাই কি মনে শান্তি জাগে।
ভাই ব্রাদার বন্ধ বান্ধ সবাই থাকে বাহিরে,
কেমনে সময় পার করিতাছে নাহি খোজ রাখি জানি।
সময় কাটে ভালোভাবে যখন আসে না কারো ফোন,
ফোন এসলে শুনতে পায় কত দুখের সৃতিচারণ।
কতকাল আর কাটবে এভাবে চিন্তার মধ্যে দিয়ে,
কখন যে দুর হবে টেনশন মুক্ত জীবন টা রে