চতুর পাশে বন্যা পানি আটকে রয়েছে ঘরে
ভালো লাগে না বন্দি জীবন একা একা করে,
সারাদিন খাওয়া দাওয়া না-ই যে কোন কাজ
ফেসবুক চালানো ঘুমপাড়ানি এইতো মোর কাজ।
কখন যে মুক্তি পাবো বন্যা পানি থেকে
মুক্ত হয়ে ঘুরবো আমি সারা রাজ্য ভরে,
ঘরে থাকতে থাকতে দিন রাত যেতেছে কেটে
তবুও বন্যার পানি যাচ্ছে না কমে।
যার যার মতো তারা আছে আপন গৃহে বন্ধি
বন্দি থাকতে থাকতে হয়েছি আমি অস্থির,
মোবাইলে না-ই টাকা পয়সা না-ই কোন এমবি
বন্যা পানির জন্য যেতে পারিনা কোন খানতি।
কেটে যাবে বন্যার পানি পারি দিবো দুর্ভোগ
এভাবে বসে থেকে রোজ স্বপ্নটা করি আঁকা-আঁকি,
কতকাল আর কাটবে এভাবে বন্দি মধ্যে দিয়ে,
কখন যে দুর হবে গৃহবন্দী জীবন টা রে।
বন্যায় মানুষ ডুবতে ডুবতে হয়ে গেছে ক্লন্ত
সাথে সাথে ডুবে গেছে সুনালী ফসল টুকু,
কৃষকগোষ্ঠী মাথায় হাত রেখেছে বন্যায়
অনাহারে কাটবে দিন নাহি কোন রেহাই