পানি অনেক বাড়তি রে ভাই নাহি কমতি
বাংলা কবিতায় আর আসতে পারবো নাহি কোন গ্যারান্টি,
আস্তে আস্তে বাড়ছে পানি উঠছে বাড়িতে
হাত খানিকটা জাগনা আছে উঠবে ঘরেতে।
বন্যার সময় কারেন্ট শালা করবে টালি বালি
কখন যে যাবে চলে আসবে না আর ফিরে,
রাস্তা ঘাট মেইন রোড সবি তো গেছে ডোবে
কারেন্ট এর খাম্বা নাকি পড়ে গেছে কয়েক খানে।
ভালো থেকো বন্ধু তোমরা সুখে থেকো সবে
আবার দেখা হবে ইনশাআল্লাহ বন্যা পানির পরে,
একদিকে করোনা আরেক দিকে বান কি করে করি সময় পার,
মুখরিত সুন্দর দুনিয়াত আজ চলছে হাহাকার।
প্রভু তুমি রক্ষা করো বন্যা পানি থেকে,
আবারো ফিরে পেতে চায় সুন্দর জীবন টা রে