দুংখ ভরা জীবন
   বেদনাময় সুখ
তাওতো রাখি মুখে হাসি
    ভালো থাকার অভিনয় করে

কেটে দেয় সময় আপনজনের সাথে
কষ্ট গুলো চেপে ধরে মনের অজান্তে
       পারিনি কাউকে বলতে
সহ্য করছি অতি যত্নে।

জানি একদিন পাড়ি দিবো
     দুংখের সীমানা থেকে
আসবে সুখের পীড়িত
     পাবো না তোমার দেখা।

শুধু ছলনা আর দহন
   নামে আঘাত করবে সুতিচারণ
কি হবে সেদিন প্রকাশ করে অনুভূতি
যদি তুমি না থাক অন্তরে