বেকার ছেলের অভিশপ্ত জীবন
আমরা তা জানি।
পাশের বাসার ছেলে চাকরি করে
আমি মা বাবার চোখে আমি হানি।
ওদের মতো আমিও যে তোমার সন্তান
চাকরি পাইনি বলে কি তাই কোলে দিবে না স্থান?
বেকার জীবন ঘুরতে ঘুরতে পাইনি কোন চাকরি,
চাকরি খোঁজতে খোঁজতে কত যে হয়ছি হয়রানি।
ভালো একটা চাকরির জন্য ঘুরছি কতখানে,
ঘুরছি যে অন্যের পিছু চাকরি পাবো বলে।
কোথায় পাবো এত টাকা কোথায় পাবো চাকরি,
আধুনিক জগৎতে আর কে-ই বা বোঝে
ছেলের চোখের পানি।
সইতে আর নাহি পারি,লজ্জার মাথা খেয়ে,
তাইতো জীবন সংগ্রাম করে যাচ্ছে বেকার জীবন নিয়ে।
মা বাবা কে সুখে হাসবো পাইলে একটা চাকরি,
কাঁদবো না সবার দুঃখে বাঁচবো চাকরি করে।