আমি কিন্তু ছাএ, নই আমি কবি
মাঝেমধ্যে লেখি কিছু গল্প কবিতা

বাপের হোটেলে বর্তমানে আমি আছি কর্মরত 
ভালো লাগে না কোন কিছু থাকি বসিয়ে।

হোটেলের নামটি হলো বাপের হোটেল
খায় দায় ঘুরে বেড়াই নাহি করো কোন কাজ।

জামাল পুর জেলা আর থানা ইসলাম পুর
শান্তিপ্রিয় এলাকায় নাইযে গণ্ডগোল।

২০১৭ সালে শেষ করছি এস এস সি পরীক্ষা
আজও আমি ছাএ আছি এইচ এস সি তে গিয়ে।

কোর্স করেছি সাইস্ন আর্স, সাথে মানবিক
আশায় আছি যদি পাই সম্মানজনক গ্রেড।

অবসরে লেখালেখি করি যে আমি ভাই 
গল্প, কবিতা লিখে লিখে সময়টা কাটাই।

প্রিয় রং নীল আমার, যেমন নীল আকাশ 
প্রকৃতিকে ভালোবাসি, চাই নির্মল বাতাস।

জীবন সঙ্গী নাই আমার আছে মা বাবা
তাদের নিয়ে সুখে আছি আমি সারাক্ষণ।

শুভকামনা করি আমি থাকুন সবাই ভালো 
কালোকে দূরে ঠেলে জ্বালুন সবাই আলো।