শফিকুল ইসলাম আমার নাম উপাধি ববি ইসলাম জন্ম ২০০২ সালের ২ জানুয়ারি জামাল পুর জেলার ইসলাম পুর থানা মনডল বাড়ি গ্রামে ।বাবা মোঃ আজম মা : মোছাঃ ঝলমলি বেগম। বাপের একমাএ ছেলে আমি। কোন কাজ কাম নাই সারাদিন বাড়িতে থাকি পিতামাতার সঙ্গে।
চিনাডুলী প্রাথমিক বিদ্যালয়, আমতলী থেকে আমার শিক্ষা জীবন শুরু এরপর ফাজিল মাদরাসায় থেকে ২০১৫ সালে জে.এস.সি এবং সরকারী ইসকুল থেকে থেকে ২০১৭ সালে এস.এস.সি পাশ করি। এর পর ১৭ সালের মাঝেমধ্যে সরকারি ইসলাম পুর কলেজ অধ্যায়ন অবস্থায় আছি,২০১৮ সালে সেনাবাহিনীর চাকরি জন্য আবেদন করি কিন্তু ভাগ্য পরিহাসের ফলে চাকরি হয় না,সামান্য একটু অপারেশন করার জন্য ফলে এখানো বেকার জীবন নিয়ে বসে আছি।
দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় প্রথম কবিতা প্রকাশ হয় ইসলাম সরকারী কলেজ থেকে ভাষা দিবস উপলক্ষ্যে প্রকাশিত একটি স্মরণিকায় সাপ্তাহিক, পাক্ষিক পত্র-পত্রিকাসহ ছড়া,কবিতা,গল্প প্রকাশিত হয়। ২০১৯ থেকে বিভন্ন বাংলা ব্লগে ছড়া কবিতা লিখতে শুরু করি এইভাবে চলছে আমার জীবনের গতি