বটের ছায়ায় বসে সেদিন একটি মেয়ে কাঁদছিলো
কেঁদে কেঁদে বলছিলো সে, "মনে অনেক সাধছিলো,
করলে তুমি যেটা
মানুষ করে এটা?
তোমার জন্য আমার বুকে মস্ত প্রেমের বাঁধছিলো।

তবু সে বাঁধ ভেঙে দিতে কেমন করে পারলে গো?
অন্য জনের প্রেমে পড়ে কেনো আমায় ছাড়লে গো?
আমি কালো বলে
তুমি গেলে চলে!
এই হৃদয়ে কেন তবে প্রেমের আগুন জ্বাললে গো?

পাঁচটি বছর আগে যখন বলেছিলে, "নিল পরী
এসো দু'জন একই সাথে ভাগ্যটাকে মিল করি,"
বলেছিলাম আমি
"কালো যে কম দামি,"
পাগল সেদিন হয়েছিল কেনো তোমার দিল ঘড়ি?

বলেছিলে কাজল কালো, কালো মাথার কেশগুলি
আজকে তবে কোথায় গেলো সে সব কথার রেশগুলি?
ঘুরতে পিছুপিছু
বলতে কতো কিছু,
বুঝিনি তো পরে ছিলে ছদ্মবেশের বেশগুলি।

তাই তো বলি আমার মতো এ প্রেমে কেউ পড়ো না
যাচাই বাছাই না করে কেউ এমন প্রেমিক গড়ো না,
কেঁদে হবে শেষ
কাটবে না যার রেশ,
ভ্রান্ত প্রেমে তোমরা কেহ প্রেমের মরা মরো না।