হাঁটতে হাঁটতে পথ ভেঙে যায়
পা বলে তবু আরো...

বটের শেকড়ে পোতা অমাবস্যার রাত
অথচ তার অঙ্গ ভরা চাঁদ সূর্যের আলো।
চিতাভষ্ম আঁটকে ধরে পথ
মন্দ্রিত করে অভিজ্ঞানের ভাষা
তবু অনুভবে আঁকি কুৎসিত সুস্বাদ
আর শুঁকনো পাতায়
মাঘ মাসের বারিধারা আঁকে রঙধনু।

ক্রমেই গুটিয়ে যাচ্ছে নিরন্তন পায়ের আশ্রয়
বিষের বৃষ্টিতে ভরে যাচ্ছে জলাশয়
তবুও আনন্দে দিশাহীন হয়ে  ঢোল বাজাচ্ছে মাছেরা
তাতে গরুর মতো জাবর কাটছে পুকুর।

আর মহানন্দে বলছে, "বারবার ফিরে আসুক এ দিন
আমার প্রতীক্ষা হোক তোমার পায়ের শব্দ শোনার।"